ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে বিস্ফোরণ

  27-02-2017 12:43PM

পিএনএস ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি সরকারি ভবনে একটি প্রেসার কুকার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বানদুং শহরে ওই বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ওই ভবনে অভিযান চালায়। এতে হামলাকারী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

পশ্চিমাঞ্চলীয় জাভা শহরে স্থানীয় সময় সকাল নয়টায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি সরকারি ভবনে একটি মটরবাইক নিয়ে প্রবেশ করে। পরে সে একটি টেবিলের ওপরে একটি প্রেসার কুকার রাখেন। ওই প্রেসার কুকার থেকে বিস্ফোরণ হওয়ার পরপরই ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পরে সে পুলিশের গুলিতে আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনাকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন