মার্কিন আইনজীবীর আন্তঃধর্মীয় পটভূমি, ইসলাম নিয়ে কাল্পনিক ধারণার বিপরীত

  21-03-2017 10:52AM


পিএনএস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের রাজধানী স্প্রিংফিল্ডের আইনজীবী তাহিরা আমাতুল ওয়াদুদ। তার বাবা ছিলেন একজন লুথেরান এবং মা ছিলেন ব্যাপটিস্ট খ্রিস্টান। আমাতুল যখন শিশু সেসময় তারা ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। তবে তার দাদা-দাদী এখনো খ্রিস্টান রয়ে গেছেন।

গত বৃহস্পতিবার প্রায় ৬০ জন ছাত্র এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এক কর্মসূচিতে ইসলাম সম্পর্কে সাধারণ কাল্পনিক ধারণার উন্মোচন করেন তিনি।

সমাবেশে তিনি জানান, তাদের বর্ধিত পরিবারে ইহুদিসহ খ্রিস্টান ও মুসলমান সদস্য রয়েছে এবং তাদের মধ্যে সবসময়ই আন্তঃধর্মীয় সম্পর্ক বিরাজমান করছে।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্য আমাতুল বলেন, ‘ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের উপস্থিতি আমাদেরকে একটি আব্রাহামিক পরিবারে পরিণত করেছে। এটা আমার কাছে কোন অর্থ প্রকাশ করে না।’

আমাতুল ওয়াদুদ ১০ বছর বয়সে নিউইয়র্ক থেকে স্প্রিংফিল্ডে আসেন এবং ‘এলমস’ কলেজ ও ওয়েস্ট্রান নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি জানান, যদিও তিনি একজন ধর্মীয় আলেম নয়, তবুও তিনি তার সমগ্র জীবনে আন্তঃধর্মীয় সম্পর্ককে তিনি উপভোগ করেছেন। আমেরিকায় ইসলাম নিয়ে বিভিন্ন কাল্পনিক ধারণা নিয়ে মানুষকে বুঝাতে প্রায় ১৮ মাস আগে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারণা শুরু করেন।

আমাতুল বলেন, ‘আমরা এই বুদ্বুদের মধ্যেই বাস করছি।’

২০১৫ সালে টেনেসি অঙ্গরাজ্যের এক দুর্বৃত্তের পরিকল্পিত হামলা থেকে আমাতুল তার মুসলিম সম্প্রদায়কে রক্ষার সহায়তা করেন। মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় গত ফেব্রুয়ারিতে দেশটির একটি ফেডারেল আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে।

তিনি ব্যাখ্যা করেন যে, ইহুদি ও খ্রিস্টান ইতিহাসে ইসলাম ধর্মকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমেরিকানদের ৬০ শতাংশ বলে থাকেন তারা একজন মুসলিম সম্পর্কে জানে না। এখনো পর্যন্ত মুসলমানরা গত নির্বাচনের সম্ভবত সবচেয়ে তাচ্ছিল্য গ্রুপ এবং নির্বাচন পরবর্তী সময়ে স্পষ্টভাবে মুসলমানরা কিছু বৈষম্যের শিকার হচ্ছে। তবুও আমরা একে অপরের বিশ্বাস সম্পর্কে জানি না।’

আমাতুল ওয়াদুদ বলেন, ‘মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের মধ্যে পরস্পর কিছু প্রাচীন চুক্তিপত্র রয়েছে। এসব চুক্তিতে সবসময় একে অপরের পিছনে থাকার প্রতিজ্ঞা করা হয়েছে এবং তাদের ধর্মানুশীলনের সময় একে অপরকে রক্ষা করারও প্রতিশ্রুতি ছিল।’

আমেরিকান মুসলমানদের নিয়ে উদ্বেগ সম্পর্কে ওবামা প্রশাসনের নেয়া সাক্ষাত্কারদাতাদের মধ্যে আমাতুলও ছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি এই উদ্দীপনার বিষয়ে কথা বলেছিলেন। ২০১৫ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসে ‘নো ইউর নেইবার’ অর্থাৎ ‘আপনার প্রতিবেশি সম্পর্কে জানুন’ প্রোগ্রামেও তিনি অংশ নেন।

ওয়াদুদ বলেন, ‘ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইহুদি ও খ্রিস্টান ধর্ম ইসলামকে অনুমোদন করেছে। মুসলিমরা বিশ্বাস করেন যে, এই তিনটি বিশ্বাস আমাদেরকে গভীরভাবে সংযুক্ত করে।’

তিনি জানান, তার এলাকায় বিভিন্ন ধর্মের জনগণের কাছ থেকে তিনি বিশাল ‘সংহতি’ দেখেছেন। এরমধ্য গত ১৮ ডিসেম্বর পশ্চিম ম্যাসাচুসেটসে ইসলামি সোসাইটি আয়োজিত আন্তঃধর্মীয় সম্পর্কের সমর্থনে একটি বিশাল সমাবেশের কথা উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন বর্ণবাদ এবং ইহুদিবিদ্বেষের দ্বারা মুসলমানরা ভীত সন্ত্রস্ত। সাম্প্রতিক ইহুদি কবরস্থানে হামলা এবং ২০১৫ সালে রোড আইল্যান্ডের চার্লসটন গির্জায় হামলায় তাদের মধ্য এই ভীতি আরো বৃদ্ধি পায় বলে জানান।

আমাতুল ওয়াদুদ বলেন, ‘এটা আমাদের সম্প্রদায়, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসের কারণে ঘটছে এবং এটা ঘটছে কারণ ‘তারা’ (মুসলমানরা) সর্বব্যাপী। অন্যরা আমাদেরকে ভয় পাওয়ার কারণ আমরা একে অপরের সম্পর্কে জানি না।’

এজন্য আমাতুল শিক্ষার ওপর বিশেষ করে তরুণদের শিক্ষিত করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘তাদেরকে ‘সমালোচনামূলক চিন্তাবিদ হতে হবে, অন্যের চিন্তাকে গুরুত্ব দিতে হবে।’

আইএস, বোকো হারাম এবং আল-কায়েদার মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোর কারণে তাকে প্রায়ই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি জানান।

এ সম্পর্কে আমাতুল বলেন, ‘নিরানব্বই শতাংশ মুসলমান আইএস, বোকো হারাম ও তাদের মতো অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলোর নিন্দা জানায় এবং মুসলমানরাই হচ্ছেন এসব সন্ত্রাসী দলের সবচেয়ে বড় টার্গেট।’

তিনি আরো বলেন, ‘যদিও আমি একজন ধর্মীয় পণ্ডিত নই, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, তারা (জঙ্গিরা) মুসলমান নয়। তারা একটি রাজনৈতিক মতাদর্শের অনুসারী। তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে; যার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। তারা শুধুই গ্যাংস্টার।’

এসব জঙ্গি সংগঠন নিয়ে দর্শকদের এক প্রশ্নের জবাবে আমাতুল ওয়াদুদ বলেন, ‘এ ব্যাপারে কমিউনিটি পর্যায়ে জোর প্রচেষ্টা চালাতে হবে।’

আমাতুল বলেন, ‘আমরা একটি সম্প্রদায়ের অংশীদারিত্ব করছি। একজন প্রতিবেশি হিসেবে আমি আপনার অস্তিত্বকে আর আপনি আমার অস্তিত্বকে রক্ষা করবেন। আমাদেরকে একে অপরের পিছনে দাঁড়াতে হবে. .... আমরা অংশীদার, আমরা সম্প্রদায় এবং আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারব।’

দ্যা রেকর্ডার অবলম্বনে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন