ভারতে আইএসের টার্গেট মসজিদ!

  27-03-2017 03:53PM


পিএনএস ডেস্ক: ভারতে আইএসের হামলার টার্গেট ছিল আমাদিয়া মসজিদ, জামাত-ই-ইসলাম হিন্দ এবং বিভিন্ন হিন্দু নেতা।

কেরল আইএস মডিউলের ২২ নিখোঁজ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ মইনউদ্দিন পারাকাদাবতকে গ্রেপ্তারের পর তার জবানবন্দিতে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ।

এনআইএ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে মইনউদ্দিন জানিয়েছে, কেরল আইএস-এর টার্গেট ছিল আমাদিয়া মসজিদগুলো, জামাত-ই-ইসলাম হিন্দ এবং বিভিন্ন হিন্দু নেতা।

অতীতে আমাদিয়া নেতারা এবং জামাত-ই-ইসলামি আইএস কার্যকলাপের কড়া নিন্দা করেছিল। আর তাই আইএস-এর ধারণা ইসলাম ধর্ম বিরোধী শক্রদের চেয়েও আমাদিয়া ও জামাত-ই-ইসলামি মুসলিম ও ইসলামের পক্ষে বেশি ক্ষতিকর।

গত ১৪ ফেব্রুয়ারি কেরলের কাসারগোড় এলাকার বাসিন্দা মইনউদ্দিনকে আবু ধাবি পালানোর সময় গ্রেপ্তার করে এনআইএ। যদিও কেরল আইএস মডিউলের ২২ অন্য সদস্যকে ধরতে পারেনি এনআইএ। তারা অফগানিস্তান চলে গেছে। এদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে।

মইউদ্দিন এনআইএ-কে আরো জানিয়েছে, আইএস সদস্যদের একটি গোপন অনলাইন সেল রয়েছে। যারা নিয়মিত ভারতে কাদের টার্গেট করা হবে তা নিয়ে আলোচনা করে। সূত্র: অন ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন