মোদী জামানায় মুসলিমদের ন্যায় পাওয়ার আশা নেই(ভিডিও)

  28-03-2017 08:15AM



পিএনএস ডেস্ক: বাবরি মসজিদ অ্যাকশন কমিটির (বিএমএসি) আহ্বায়ক জাফারিয়াব জিলানি বলেছেন, যতদিন নরেন্দ্র মোদী এবং যোগি আদিত্যনাথ ক্ষমতায় থাকবেন, ততদিন মুসলিমদের ন্যায় পাওয়ার কোনো আশা নেই।

তিনি বলেন, মোদী এবং যোগি ক্ষমতায় থাকাকালীন কিছুতেই রাম মন্দির সমস্যা মিটবে না। দু’জনেই বিজেপি কর্মী, সমর্থকদের রাম মন্দির নির্মানের পক্ষে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন।

আর ওই সমস্যার সমাধান শুধুমাত্র সুপ্রিম কোর্টেই সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীরা প্রত্যেকে রাম মন্দির নিয়ে নিরপেক্ষ অবস্থান নিতেন। কিন্তু, এখন পরিস্থিতি বদলেছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট দু’পক্ষকে আদালতের বাইরে রাম মন্দির বিতর্ক মেটানোর জন্য সুপারিশ করে। প্রয়োজন পড়লে মধ্যস্থতাও করা হবে বলে জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের প্রেক্ষিতেই বৈঠক করে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি।

ওই বৈঠকে জিলানি বলেন, ‘আগেও আদালতের বাইরে মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩০ বছরে ধরে আলোচনা করেও রাম মন্দির ইস্যুর সমাধান হয়নি। তার মাঝেই উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করে বিজেপি। আর তরপর থেকেই রাম মন্দির নিয়ে নতুন উন্মাদনা শুরু হয় বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে।

আর তারপরই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, বিতর্কিত ভূখণ্ডে মন্দির হবে না মসজিদ, তা আদালতের বাইরেই সিদ্ধান্ত নেয়া হোক।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন