‘১৪ বছর পর্যন্ত ছেলেমেয়েদের মোবাইল ব্যবহার করতেই দিইনি’

  25-04-2017 09:32PM

পিএনএস ডেস্ক : সন্তানকে স্কুলে পাঠানোর সময়েই হাতে তুলে দিচ্ছেন মোবাইল। এমনকি ট্যাবও। সারা পৃথিবী জুড়ে অভিজাত বাব-মায়েরা এমনটাই করে থাকেন। এবং ওই সব গ্যাজেটস শিশুদের জীবনের অঙ্গও হয়ে উঠেছে। এর ফলে অনেকাংশেই হারিয়ে যাচ্ছে ছোটদের জীবনের স্বাভাবিকতা।

অথচ ওই সব গ্যাজেটের বেশির ভাগই যে প্রযুক্তির সাহায্যে চলে, তার জনক বিল গেটস কিন্তু ও পথে হাঁটেননি। প্রাচুর্যের কোনও অভাব না থাকলেও তিনি তাঁর সন্তানদের হাতে ১৪ বছর বয়স পর্যন্ত কোনও মোবাইল ফোন তুলে দেননি।

সিলিকন ভ্যালির অভিজাত শ্রেণির মধ্যে প্রযুক্তির ব্যবহার নিয়ে সচেতনতা গড়ে তোলার বার্তা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

সম্প্রতি একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে বিল বলেন, ‘‘আমরা বাড়িতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের পর আর স্ক্রিনের দিকে তাকাই না। এতে ছেলেমেয়েরা নির্দিষ্ট সময় ধরেই ঘুমোয়। খাওয়ার টেবিলে যখন একসঙ্গে বসে খাই তখনও আমরা ফোন সঙ্গে রাখি না। মেলিন্ডা (বিলের স্ত্রী) ও আমি ছেলেমেয়েদের ১৪ বছর বয়স হওয়ার আগে তাদের হাতে ফোন তুলে দিইনি। অন্য বাচ্চাদের হাতে ফোন দেখে ওরা প্রায়ই বায়না করতো। কিন্তু, আমরা অবিচল ছিলাম। ’’

বিল-মেলিন্ডার তিন সন্তান। জেনিফার (২০), রোরি (১৭) ও ফেবে (১৪)। তারা কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করে, সেটা না বললেও ২০১২-য় ‘বিবিসি রেডিও ফর টুডে’ অনুষ্ঠানে মেলিন্ডা জানিয়েছিলেন, অ্যাপলের কোনও প্রোডাক্ট তাঁরা ব্যবহার করেন না। মেলিন্ডা বলেছিলেন, ‘‘আমরা তো উইন্ডোজ টেকনোলজিই ব্যবহার করতে পারি। আমাদের পরিবারের এত প্রাচুর্য এসেছে মাইক্রোসফটের কারণে। তা হলে কেন আমরা প্রতিযোগী কোনও সংস্থার খাতে বিনিয়োগ করতে যাবো?’’

তবে এই ধরনের পদক্ষেপে গেটস পরিবারই প্রথম নয়। ২০১০ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসও জানিয়েছিলেন, তাঁর সন্তানেরা আইপ্যাড ব্যবহার করে না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা



পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন