চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী (ভিডিওসহ)

  27-04-2017 02:06AM

পিএনএস ডেস্ক: দক্ষিণ চীন সাগর ও উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট উদ্বেগের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী পানিতে নামালো চীন।

বুধবার এই বিমানবাহী রণতরী উদ্ধোধন করা হয়। তবে এ রণতরীর নাম এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের চূড়ান্ত তৎপরতা চালাচ্ছে সে দিন এ রণতরীকে পানিতে নামানো হলো।

এ নিয়ে দেশটির বিমানবাহী রণতরীর সংখ্যা দুইটিতে দাঁড়াল। চীনের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দর দালিয়ানে এ রণতরী নির্মাণ করা হয়েছে বলে সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

পানিতে পরীক্ষামূলক চলাচল এবং অস্ত্রসজ্জা শেষ হওয়ার পর বিমানবাহী রণতরীকে চীনা নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। ২০২০ সালের আগে এটি চীনা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে নিজস্ব প্রযুক্তিতে রণতরী নির্মাণের ক্ষেত্রে চীন ধাপে ধাপে এগিয়ে গেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন