এবার পচা মাছ রফতানি করছে ব্রাজিল

  18-05-2017 09:13AM

পিএনএস ডেস্ক:চলতি বছরেরর শুরুতে পচা মাংস রফতানির অভিযোগে ব্রাজিল থেকে মাংস আমদানি সাময়িক বন্ধ রাখে ইউরোপসহ বিশ্বে বেশ কয়েকটি দেশ। এবার মাছ রফতানিতেও একই অভিযোগ পাওয়া গেল।

সম্প্রতি ব্রাজিলের পুলিশ কর্তৃপক্ষ পানি ও রাসায়নিক ঢুকিয়ে মাছের ওজন বৃদ্ধির সঙ্গে জড়িত একটি চক্রের খোঁজ পেয়েছে। পুলিশ বলেছে, একটি চক্র ২০১৫-১৭ সময়কালে চীন থেকে আমদানিকৃত পচা ও ওজন বাড়ানো পোলক, হেক ও অন্যান্য প্রজাতির মাছ ব্রাজিলের সর্বত্র বিক্রি করেছে।

ফেডারেল পুলিশের প্রতিনিধি মরিসিও তোদেশিনি বলেছেন, চীনে থাকাবস্থায় এসব মাছে পানি ও রাসায়নিক ঢুকিয়ে ওজন বাড়ানো হতো। পরে অসাধু স্বাস্থ্য পরিদর্শকদের যোগসাজশে এসব মাছ বাজারে ছাড়া হতো।

ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়ের তদন্তকারীরা দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা প্রদেশে ব্যবসায়ীদের এসব মাছ বিক্রি করতে দেখেন।

সূত্র: এএফপি


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন