নেপালে দুই হাজার বছরের প্রাচীন স্বস্তিকা উদ্ধার

  20-05-2017 01:12AM


পিএনএস ডেস্ক: নেপালের কিচকবধে মাটির তলা থেকে উদ্ধার হল বহু প্রাচীন স্বাস্তিকা চিহ্ন। চিহ্নটি প্রায় ২০০০ বছরের পুরনো বলে জানিয়েছে নেপালের প্রত্নতত্ব বিভাগ। ঝাপা জেলার পৃথ্বীনগর এলাকার কিচকবধ নেপালের অন্যতম ঐতিহাসিক স্থান। সেখানেই বৃহস্পতিবার মাটি মাটি খুঁড়ে স্বস্তিকা চিহ্নটি উদ্ধার করে প্রত্নতত্ত্ববিদ্রা।

যেখান থেকে স্বস্তিকা চিহ্নটি মিলেছে। সেই একই জায়গা থেকে একটি সিকিউরিটি পোস্ট পাওয়া গিয়েছিল গত ২৫ এপ্রিল। শুধু তাই নয়, তীর ধনুক, পাথরের প্লেট, বাটি, মাটির মূর্তি ও পাত্র, একটি বিল্ডিং এর অবশিষ্টাংশও পাওয়া যায় একই এলাকা থেকে। এই প্রত্যেকটি সামগ্রীই বহু বছরের প্রাচীন বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

গবেষকদের দাবি, প্রাক হরপ্পা যুগের সিলে স্বস্তিকার সন্ধান মিলেছে। এছাড়া বেদেও উল্লেখ রয়েছে স্বস্তিকা চিহ্নের কথা। স্বস্তিকা চিহ্নকে ঋগ্বেদকে আর্য সভ্যতার অংশ ধরা হলেও, স্বস্তিকা চিহ্নের উৎপত্তি আরও আগে। দাবি গবেষকদের। হরপ্পা যুগের আগে থেকে অস্তিত্ব তৈরি করেছে এই চিহ্ন। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সস্তিকা চিহ্ন। সুত্রঃ কলকাতা ২৪*৭

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন