ভারতে ভূমিধসে আটকে পড়েছেন ১৫০০০ ভ্রমণার্থী

  20-05-2017 01:33AM



পিএনএস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের বিষ্ণুপ্রয়াগে ভূমিধসে আটকে পড়েছেন প্রায় পনেরো হাজার ভ্রমণার্থী। সূত্রের খবর, বদ্রিনাথ যাওয়ার মূল রাস্তাতেই শুক্রবার এই ভূমিধসে আটকে পড়েন ভ্রমণার্থীরা। এখনও পর্যন্ত আড়াই লক্ষ তীর্থযাত্রী চারধাম যাত্রা সেরেছেন। কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী— এই চার তীর্থক্ষেত্রকে এক সঙ্গে চারধাম বলা হয়।

এ বছর নতুন পথে কেদারনাথ যেতে হচ্ছে তীর্থযাত্রীদের। যা আগের পথের থেকে অনেকটাই খাড়া। তাই উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ আগেই তীর্থযাত্রীদের সংখ্যায় নিয়ন্ত্রণ আনার কথা বলেছিলেন। তার কথায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কেদারনাথ এবং বদ্রিনাথ যাত্রার পরে তীর্থযাত্রীদের তা নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। কিন্তু দর্শনের জন্য মানুষের লম্বা লাইনের কথা মনে রেখে আমি ভ্রমণার্থীদের সংখ্যায় রাশ টানার নির্দেশ দিয়েছি। ’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন