মিশরে আল জাজিরাসহ ২১টি ওয়েবসাইট বন্ধ ঘোষণা

  25-05-2017 02:37PM

পিএনএস ডেস্ক: মিশরে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাসহ ২১টি ওয়েবসাইটে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন সরকার। ওয়েবসাইট গুলোর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ এনে এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

বুধবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'মেনা' ও নিরাপত্তা সূত্রের বরাত এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

রয়টার্স জানায়, বুধবার মিশর থেকে আল জাজিরাসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ধারণা করা হচ্ছে, এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। যদিও দেশটির সরকার এসব ওয়েবসাইট বন্ধের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মেনার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার সমর্থন এবং মিথ্যা সংবাদ প্রচারের কারণে ২১টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। এ তালিকায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মূল ওয়েবসাইটও রয়েছে। এসব ওয়েবসাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে মিসরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ পুরনো। বিভিন্ন সময় মিশর সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়। এখন দেখা যাচ্ছে, বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলোর অধিকাংশই কাতারের অর্থে পরিচালিত। তাই মনে করা হচ্ছে, এ অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে মিশর।

সূত্র: রয়টার্স


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন