ম্যানচেস্টারে মুসলিমদের শান্তি মিছিল, ইমাম সমাবেশ

  28-05-2017 08:23PM

পিএনএস ডেস্ক : ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সোমবারের আত্মঘাতী হামলায় নিহত-আহতদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে শহরের মুসলিমরা আজ (রোববার) একটি শান্তি মিছিল বের করবে।

এই শান্তি মিছিলের উদ্যোগ নিয়েছেন ম্যানচেস্টারের এক মুসলিম ব্যবসায়ী সাজ্জাদ কাজমি। তিনি জানান, যদিও এই মিছিলে মুসলমানদের যোগদানের আহ্বান জানানো হয়েছে, তবে অন্যান্য ধর্ম-সম্প্রদায়ের লোকজনদেরও স্বাগত জানানো হবে।

তিনি বলেন, বিশেষ করে মুসলিম পরিবারগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে তারা যেন তাদের বাচ্চা-কাচ্চাদের সাথে নিয়ে আসেন।

"যে সব পরিবার তাদের স্বজন হারিয়েছে আমরা (মুসলিমরা) তাদের সাথে একাত্মতা জানাতে চাই। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একটি কড়া বার্তা দিতে চাই যে যারা এসব সন্ত্রাস করছে তারা অশুভ জানোয়ার।"

শহরের গ্রসভেনর চত্বর নামে যে জায়গা থেকে এই মিছিল শুরু হবে, সেখানে আজ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের একটি জমায়েত হওয়ার কথা রয়েছে।

শুক্রবারও ম্যানচেস্টারের শত শত মুসলিম পরিবার সোমবারের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করে।-বিবিসি

পিএনএস : জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন