নাইকু কাশ্মীরের নতুন হিজবুল কমান্ডার

  29-05-2017 12:56PM


পিএনএস ডেস্ক: কাশ্মীরের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হিজবুল কমান্ডার সবজার ভাটের মৃত্যুর পরেই সংগঠনটি বেছে নিয়েছে তাদের নতুন কমান্ডার ২৯ বছর বয়সী রিয়াজ নাইকুকে সে যথেষ্ট প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জানা গেছে।

কয়েক মাস আগেই উপত্যকায় ফিরে আসার জন্য কাশ্মীরি পণ্ডিতদের আহ্বান জানিয়েছিল এই নাইকু। ১১ মিনিটের একটি ভিডিওতে নাইকু ওরফে জুবের জানিয়েছিল, ‘আমরা পণ্ডিদের আহ্বান জানাচ্ছি। আমাদের হৃদয়ে সবসময়ই ওনাদের জন্য জায়গা রয়েছে। ওরাও দেশের অংশ। আমরা ওনাদের শত্রু নই, রক্ষাকর্তা। ’ গোয়েন্দা সূত্রে খবর, হিজবুল জঙ্গিরা এই নাইকুকেই তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে।

গত বছর ৮ জুলাই ভারতীয় সেনার হাতে খতম হয় বুরহান ওয়ানি। তারপর হিজবুল জঙ্গি সংগঠনের কমান্ডার হয় সাবজার ভাট। কাশ্মীর সীমান্তের ত্রালে দুদিন ধরে চলা এনকাউন্টারে ৮ সঙ্গীসহ নিহত হয় সাবজারও।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন