গুরুদুয়ারা-তে বসে ইফতার করছেন মুসল্লিরা

  19-06-2017 09:55AM


পিএনএস ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীতে সাড়ম্বরে পালিত হল ইফতার। বিশ্বের অন্যতম বিলাসবহুল এই শহরে এক গুরুদুয়ারায় ধুমধাম করে উদযাপন করা হয় এই অনুষ্ঠান।

৩০টি দেশের প্রায় ১২০জন এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মুসলিমদের পবিত্র উৎসব ইদ। সেই ইদ উপলক্ষে সারামাস ধরে পালিত হয় রমজান। সারাদিন উপবাস থাকার পর সূর্যাস্তের পর রোজা ভাঙেন তারা। দুবাইয়ের গুরুনানক দরবার গুরুদুয়ারাতে পালিত হল ভক্তি সহকারে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এতে অংশ নেন।

গুরুনানক দরবারের চেয়ারম্যান সুরেন্দার সিং বলেন, বিশ্বের মধ্যে শান্তি স্থাপনের জন্যই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বেলজিয়াম থেকে আসা এক খ্রিষ্টান অতিথির কথায়, শিখ টেম্পেলে বসে ইফতার পালন করার অভিজ্ঞতাটি ছিল অভিনব। বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধর্মের লোক একত্রিত হয়ে এখানে ইফতার পালন করছেন। যেই বিষয়টি এককথায় অভিনব যে তা বলাই বাহুল্য। সুত্র: কলকাতা ২৪

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন