ফেসবুকে লাইকের জন্য একেমন আচরণ!

  22-06-2017 05:21AM


পিএনএস ডেস্ক: ফেসবুকে এক হাজার লাইক পাবার আশায় এক ব্যক্তি তার ছেলেকে ১৬তলার অ্যাপার্টমেন্টের জানালা থেকে ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেন। পরে আলজেরিয়ার সে ব্যক্তি লাইক তো নয়, রীতিমতো জেলে যেতে হয়েছে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। সন্তানকে ঝুঁকিতে ফেলে লাইক পাওয়ার এ চেষ্টার অভিযোগে আলজেরিয়ার একটি আদালত ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ওই ব্যক্তি বহুতল ভবনের জানালায় সন্তানকে ঝুলিয়ে ছবি তোলার পর ফেসবুকে পোস্ট করেন। ছবিতে ক্যাপশন জুড়ে দেন, এক হাজার লাইক না হলে আমি তাকে ফেলে দিব।

অবশ্য বিষয়টি তার বন্ধুরা মোটেই ভালো চোখে দেখেননি। বরং ছোট শিশুটির ওই অবস্থার ছবি দেখে আতঙ্কিত হয় ফেসবুক ব্যবহারকারীরা। পরে সন্তানকে নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগ পেয়ে গত রবিবার তাকে গ্রেপ্তার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন