মোদিকে সাইকেল উপহার ডাচ প্রধানমন্ত্রীর

  28-06-2017 04:47PM

পিএনএস ডেস্ক : দূষণহীন যানবাহনের মধ্যে অন্যতম সাইকেল। আর সেই সাইকেল উপহার পেলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে এই উপহার দিলেন 'পরিবেশ চুক্তি'র পক্ষে থাকা দেশ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।

সম্প্রতি ৩ রাষ্ট্রের বিদেশ সফরে নেদারল্যান্ডে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। প্রথমে পর্তুগাল, তারপর যুক্তরাষ্ট্র হয়ে এখন নেদারল্যান্ড সফরে ভারতরে প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে বৈঠক শেষ হতেই ডাচ প্রধানমন্ত্রী তার হাতে তুলে দেন সাইকেল। মার্ক রুটের এই দূষণহীন বাহন উপহার পেয়ে আপ্লুত হন প্যারিস পরিবেশ চুক্তি পন্থী ভারতের প্রধানমন্ত্রীও। কোনও দেরি না করেই সাইকেলে সওয়ার হতেও দেখা যায় তাঁকে।

এমন এক অভূতপূর্ব মুহূর্ত যে ঘটবে, তা কল্পনাও করতে পারেননি সেখানে উপস্থিত ডাচ প্রধানমন্ত্রীসহ সংবাদ মাধ্যমও। আর এই মুহূর্তকে ইতিহাস করে রাখতেও ভুল হয়নি তাদের। অবিরাম ফ্ল্যাশের ঝলকানিতে ছবির পর ছবি, এরপর আরও একবার কুশল বিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন