‘উইকিলিকস আমেরিকাকে ধ্বংসের চেষ্টা করছে’

  22-07-2017 07:13AM

পিএনএস ডেস্ক: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পোম্পেও বলেছেন, অনুসন্ধানিমূলক তথ্য ফাঁসকারী সংস্থা উইকিলিকস আমেরিকাকে ধ্বংসের চেষ্টা করছে। সে কারণে তিনি এ সংস্থাকে পছন্দ করেন না।

অ্যাস্পেন ইনস্টিটিউটের সিরিকউরিটি ফোরামে গতকাল (বৃহস্পতিবার) রাতে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পোম্পেও বলেন, “উইকিলিকস আমেরিকাকে যেকোনোভাবেই হোক ধ্বংস করতে চায়। এ জন্য আমি উইকিলিকসকে পছন্দ করি না।”

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে তিনি বিশ্বাস করেন কিনা -এমন প্রশ্নের জবাবে পোম্পেও বলেন, “অবশ্যই তারা হস্তক্ষেপ করেছে। এর আগেও তারা একই কাজ করেছে।”

গত এপ্রিল মাসে উইকিলিকসকে পোম্পেও ‘রাষ্ট্রবিহীন শত্রু গোয়েন্দা সংস্থা’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, উইকিলিকস আসলে কী জিনিস তা পরিষ্কার করে বলার সময় এসেছে। এটা হচ্ছে রাশিয়ার মতো একটা শত্রু সংস্থা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন