‘পাঁচ বছরে যা শিখেছি তা ভবিষ্যতে আমাকে অনুপ্রেরণা জোগাবে’

  25-07-2017 09:46AM


পিএনএস ডেস্ক: ভারতের বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করে, যুবক থেকে শুরু করে বিভিন্ন গুনীজনদের সঙ্গে কথা বলে অনেক কিছু শিখেছি। এই শিক্ষা ভবিষ্যতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। এছাড়া দেশকে যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি।

সোমবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক বিদায়ী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন রামনাথ কোবিন্দ।

প্রণব মুখার্জি বলেন, ভারতের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন। তারা আমাকে অনেক স্নেহ ও ভালবাসা দিয়েছেন। তিনি বলেন, দেশকে যা দিয়েছি তার চেয়ে বেশি আমাকে দিয়েছেন দেশবাসী।

তিনি নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা রাষ্ট্রপতি ভবনকে সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে ‘দ্য ইনোভেশন প্রেসিডেন্ট’ নামের একটি বই বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য মন্ত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন