হঠাৎ সৌদি বাদশাহ ছুটিতে, সিংহাসনের দায়িত্ব নিলেন ক্রাউন প্রিন্স

  25-07-2017 10:48AM


পিএনএস ডেস্ক: হঠাৎ সৌদি আরবের বাদশাহ সালমান ছুটিতে যাওয়ায় সাময়িক ভিত্তিতে দেশটির শাসনভার গ্রহণ করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগে গত মাসেই তাকে উত্তরসূরী মনোনীত করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, প্রিন্স মোহাম্মদের বাবা বাদশাহ সালমান এক রাজকীয় ফরমান জারি করে তার ‘ব্যক্তিগত অবকাশ যাপনকালে’ ছেলের হাতে ‘রাষ্ট্রীয় বিষয়াদি দেখাশুনা’ এবং ‘জনগণের স্বার্থ তদারকির’ দায়িত্ব দিয়েছেন।

গত ২১ জুন বাদশাহ সালমান তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ওই পদে প্রিন্স মোহাম্মদকে স্থলাভিষিক্ত করেন। এখন তিনিই সিংহাসনের উত্তরসূরী। তিনি এমবিএস নামেও পরিচিত।

ক্রাউন প্রিন্স অত্যন্ত রক্ষণশীল এই দেশটিতে সংস্কারবাদী হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তবে অনেকে বলছেন, তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশটি গত মাসে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতারের বিরুদ্ধে অভিযোগ তারা সৌদিদের প্রতিদ্বন্দ্বি ইরানের সাথে সম্পর্ক রক্ষা করে চলে এবং ইসলামী চরমপন্থীদের সহায়তা করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন