মহড়ায় ট্যাংক বিকল, প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ল ভারত!

  13-08-2017 06:11AM



পিএনএস ডেস্ক: চীন-ভারত উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ল ভারত। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ১৯ দেশের সামরিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভারতের দুটি ট্যাংক প্রযুক্তিগত ও কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, কার পদাতিক বাহিনী ও ট্যাংক বহর বেশি সক্ষম শত্রুকে মোকাবেলায় এমনটি জানতে বিশ্বের ১৯টি দেশ এই প্রতিযোগিতা আয়োজন করে। ১৯ দেশের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারতসহ ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশ।

প্রতিটি দেশের দুটি করে ট্যাংক প্রতিযোগিতার মহড়ায় অংশ নেয়। শুক্রবার প্রতিযোগিতার এক পর্যায়ে ভারতের দুটি ট্যাংক প্রযুক্তিগত ও কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে যায়। আর এর মাধ্যমে ওই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে ভারত।

একই প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে এখনো টিকে আছে রাশিয়া, চীন, বেলারুশ ও কাজাখস্তান।

এদিকে চীন তার নিজের তৈরি ট্যাংক পাঠিয়েছে প্রতিযোগিতায়। ভারত অংশ নেয় রাশিয়ায় তৈরি টি-৯০ ট্যাক নিয়ে।

এদিকে চীন-ভারত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ভারতের এমন লজ্জাজনক বিদায়ের ফলে মানসিকভাবে এক ধরনের চাপে পড়েছে ভারতীয়রা। এর আগে গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা অডিট কমিটি দেশটির সরকারকে হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছিল, চীনকে প্রতিরোধের জন্য তৈরি ভারতের মিসাইলের বেশিরভাগই অকার্যকর।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন