ভারতের দেখাদেখি বৃহত্তম পতাকা উত্তোলন করল পাকিস্তান

  14-08-2017 08:04AM


পিএনএস ডেস্ক: সীমান্তের ওপারে হিন্দুস্তানের আটারি। সেখানে উড়ছে ‘বৃহত্তম তিরঙ্গা’। আর এপারে ওয়াঘার পরিস্থিতি? সেখানেও উড়তে শুরু করল ‘বৃহত্তম পাকিস্তানি’ পতাকা। ওয়াঘা থেকে এই পতাকা দেখতে পাবে ওপারে আটারির বাসিন্দারা।

ঘড়ির কাঁটা মাঝ রাত পার করতেই ৭০ তম স্বাধীনতা দিবস পালন শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। দিনটি উপলক্ষে ওয়াঘায় বিশাল জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জানাচ্ছে, জাতীয় পতাকাটি ৪০০ ফুট লম্বা। ১২০ ফুট বাই ৮০ ফুটের এই পতাকাটিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বলে জানানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন