অবশেষে রাজা হচ্ছেন চার্লস

  15-08-2017 02:41PM


পিএনএস ডেস্ক: প্রিন্স চার্লস আর প্রিন্স থাকছেন না। রাজা হতে চলেছেন তিনি। এতদিন তিনি যুবরাজের পদ অলংকৃত করেছেন। ওদিকে, ৯৫ বছরে পা দিয়েই রাজপাট থেকে অবসর নিতে চান রানি দ্বিতীয় এলিজাবেথ। এমনই খবর দেওয়া হয়েছে রাজপ্রাসাদ থেকে।

মাত্র ২১ বছর বয়সে সিংহাসনে বসেন রানি দ্বিতীয় এলিজাবেথ। শপথ নিয়েছিলেন কোনওদিন রাজধর্ম ত্যাগ করবেন না এবং রাজপরিবারের জন্যে আজীবন কাজ করবেন। এ বছর ৯২-এ পা দিলেন রানি। আর তিন বছর পর রিজেন্টস অ্যাক্টের মাধ্যমে জীবিত থাকাকালীনই রাজ দায়িত্ব তার বড় ছেলে চার্লসের হাতে তুলে দিতে চান রানি।

ডেইলি মেইলের রয়্যাল কমেনটেটর রবার্ট জবসন জানিয়েছেন, রাজ পরিবারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মীর সঙ্গে আমার কথা হয়েছে। তারা সকলেই বলেছেন যুবরাজ চার্লসকে রাজ্যপাট হস্তান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সূত্র : এই সময়

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন