ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

  17-08-2017 12:13PM

পিএনএস ডেস্ক: ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এমন খবর প্রকাশ করে।

দাঙ্গার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বাহিনীর সদস্যদের আমাজোনাস প্রদেশের রাজধানী পুয়ের্তো আয়াকুচোতে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, তাঁরা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনেছেন। প্রাদেশিক গভর্নর লিবোরিয়ো গুয়ারুলা এই দাঙ্গাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রসিকিউটর দপ্তর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘণ্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

প্রসিকিউটররা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছে। তবে কোনো কর্মকর্তা নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি।

গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল। ভেনেজুয়েলার কারাগারগুলোয় জনশক্তির ঘাটতি রয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন