উত্তরপ্রদেশে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ২৩

  19-08-2017 10:42PM

পিএনএস ডেস্ক : ভারতে পুরী-হরিদ্বার উৎকল এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩ নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন রেলের মুখপাত্র অনিল সাক্সেনা।
তবে সরকারি সূত্রে এখনও কোনো মৃত্যুর খবর জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার জেরে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।

রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট বার্তায় জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিকেল টিমও পাঠানো হয়েছে। যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন রেলের কর্মকর্তাদের।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যাত্রীদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন