আইএসের ভারতীয় শাখার প্রধান ইউসুফ নিহত

  22-08-2017 04:38PM

পিএনএস ডেস্ক : জঙ্গি সংগঠন আইএসের ভারতীয় প্রধান আবু ইউসুফ অল হিন্দি সিরিয়ায় নিহত হয়েছে। আইএসের মুখপাত্র আমাক এজেন্সির উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সিরিয়ার উত্তর পশ্চিম রাক্কায় কুর্দিশ ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংঘর্ষে আইএসের ভারতীয় শাখার প্রধান ইউসুফ নিহত হন।

ভারতীয় উপমহাদেশে আইএসের অন্যতম প্রধান নিয়োগকর্তা ছিল আবু ইউসুফ। মহম্মদ সাফি আরমার নামেই বেশি পরিচিত ছিল সে। ছোটে মৌলা বা আনজান ভাই নামেও ডাকা হল আবু ইউসুফকে।

২০১৭ সালের জুন মাসে আবু ইউসুফকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিসও জারি ছিল। সূত্র : সংবাদ প্রতিদিন

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন