‘ট্রাম্পের আফগান নীতি সন্ত্রাসবাদ আরো বাড়াবে’

  24-08-2017 06:54AM

পিএনএস ডেস্ক: ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, আফগানিস্তান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যে নীতি ঘোষণা করেছেন তাতে সন্ত্রাসবাদ আরো বেড়ে যাবে। এ নীতির প্রতি অন্ধ সমর্থন না দিতে করবিন ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।

ট্রাম্প তার নতুন নীতিতে বলেছেন, আফগানিস্তানে আরো সেনা মোতায়েন করতে হবে এবং আরো বেশি বোমা মারতে হবে। করবিন বলেন, ট্রাম্পের এ নীতির কারণে আফগানিস্তানে অনেক বেশি রক্তপাত হবে এবং সন্ত্রাসবাদ অনেকগুণ বেড়ে যাবে।

মঙ্গলবার ট্রাম্প তার আফগান নীতি ঘোষণা করার পর করবিন এ মন্তব্য করলেন।

ট্রাম্প তার নতুন নীতিতে বলেছেন, আগে তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চাইলেও এখন দেশটিতে দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সিদ্ধান্তের জবাবে করবিন বলেন, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে পরিষ্কার বার্তা দেয়া উচিত যে, ১৬ বছরের যুদ্ধ ব্যর্থ হয়েছে এবং সন্ত্রাসবাদ কমে নি বরং বেড়েছে। নতুন করে বোমা হামলা ও সেনা মোতায়েন সেই ব্যর্থতাকে বাড়িয়ে তুলবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন