মিয়ানমারে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার

  12-10-2017 12:46PM

পিএনএস ডেস্ক: মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রেনাতা লোক-ডেসালিয়েনকে নিউ ইয়র্কে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। বুধবার তাকে নিউ ইয়র্কে ডেকে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে আবার হামলা হতে পারে এমন তথ্য জানার পরও তিনি তা গোপন করেছিলেন।

বিবিসির অনুসন্ধানে গত মাসে বেরিয়ে আসে এসব কথা। ওদিকে জাতিসংঘে রেনাটা লোক-ডেসালিয়েনের চাকরি মেয়াদ আছে এ মাসের শেষ নাগাদ। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কূটনৈতিক ও সাহায্য বিষয়ক সম্প্রদায়ের সূত্র উল্লেখ করে সাংবাদিক জোনাহ ফিশার বলছেন, মানবাধিকারের বিষয়টি অগ্রাধিকার দেয়ায় ব্যর্থতার কারণে লোক-ডেসালিয়েনকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

দু’সপ্তাহ আগে তার ওপর পূর্ণাঙ্গ আস্থা প্রকাশ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। কিন্তু বিবিসির সাংবাদিক যা বলছেন, তাতে যথেষ্ট সন্দেহ থেকে যায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন