কর্নেলের স্ত্রীর সঙ্গে সহবাস, অতঃপর...

  12-10-2017 06:53PM

পিএনএস ডেস্ক : ব্রিগেডিয়ারকে শাস্তি দিল ভারতীয় সেনাবাহিনী। অভিযুক্ত বিগ্রেডিয়ার দোষ স্বীকার করে নেয়ার পরই জেনারেল কোর্ট্ মার্শাল তাকে এই শাস্তি দেয়। এসময় তাকে তীব্র তিরস্কার করা হয়।

পাশাপাশি তার চার বছরের সিনিয়রিটিও কমিয়ে দেয়া হয়। এ ঘটনায় ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদে বলা হয়, চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে জেনারেল কোর্ট মার্শাল শুরু হয়।

সভাপতিত্ব করেন মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং। ছয় ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারকে মিলিটারি ট্রায়ালের জন্য ডাকা হয়। সিকিম ব্রিগেডের এক অফিসারকেও সেই কোর্ট মার্শালে ডাকা হয়। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড জানিয়েছে, অভিযুক্ত ওই অফিসার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

এক সিনিয়র অফিসারের বক্তব্য, সে কারণেই নাকি অভিযুক্তের সাজা কিছুটা লাঘব করা হয়েছে। সাধারণত এ ধরনের ঘটনায় কঠোর শাস্তি দেওয়া হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন