ভারতের প্রধানমন্ত্রী মোদীর দপ্তরে আগুন, অল্পের জন্য রক্ষা!

  17-10-2017 10:27AM

পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দপ্তরের দু’তলায় ২৪২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর এনডিটিভির।

দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তেমন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে দপ্তরটি।

ভারতীয় মিডিয়ার খবরে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। এসময় মোট ১০টি ইউনিট ঘটোনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরটি একজন সেকশন অফিসারের বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা গুরমুখ সিং জানিয়েছেন, কম্পিউটারের ইউপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেটি ঘরের ভেতর ছড়িয়ে যায়। তবে এঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন