গাড়ি বোমা বিস্ফোরণে মৃত পানামা পেপারস দুর্নীতি ফাঁসকারী সাংবাদিক

  17-10-2017 02:30PM

পিএনএস ডেস্ক : গাড়ি বোমা বিস্ফোরণে মত্যু হল পানামা পেপারস দুর্নীতির পর্দা ফাঁস করা সাংবাদিক দাফনে কারুয়ানা গালিজিয়ার৷ সোমবার স্থানীয় সময় দুপুর ৩টা নাগাদ মাল্টার একটি গ্রামীণ এলাকায় গাড়ি বোমা ফেটে মৃত্যু হয়েছে এই সাংবাদিকের৷ সেই সময় গাড়িতে ছিলেন তাঁর স্বামী গালিজিয়া৷

জানা গিয়েছে, ঠিক পনেরো মিনিট আগে নিজের ব্লগে একটি লেখা পোস্ট করেছিলেন গালিজিয়া৷ এরপর গাড়ি করে বাড়ি থেকে যাওয়ার সময় একটি মাঠের উপরে বিস্ফোরণ ঘটে৷ এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের সমীক্ষা অনুযায়ী ২০১৭-তে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জন প্রতিভাবান সাংবাদিকের৷ খ্যাতনামা সাংবাদিক মৃত্যুতে শোক প্রকাশ করে, হামলার নিন্দা করেছে বিভিন্ন সংগঠন৷

১৯৮০ থেকে মালটার সানডে টাইমসে সাংবাদিক হিসাবে কাজ করতে শুরু করেছিলেন দাফনে কারুয়ানা গালিজিয়া৷ ২০০৮ শুরু হয়েছিল তাঁর ব্লগ রানিং কমেন্ট্রি৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন