অধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রস্তুত ইরান

  21-10-2017 10:51AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু শক্তিতে নিজেদের আরও শক্তিশালী করে তুলছে ইরান। এ ব্যাপারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর প্রধান বলেন, ‘দেশে শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে, এবং আরও উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হবে’।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করতে পরমাণু আলোচনায় অংশগ্রহণ করবে না, বরং উন্নত ক্ষেপণাস্ত্র নির্মাণ কার্যেই তারা মনোনিবেশ করবে। এদিকে ইরানের এক কমান্ডার জানান, ক্ষেপণাস্ত্রগুলো দেশীয় প্রযুক্তিতেই প্রস্তুতি করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যোগদান করতে ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইরানের যোগাযোগ সম্পর্কে আলোচনা করার ক্ষেত্র মসৃণ করতে তেহরানের পরমাণু নিয়ে চাপ দিচ্ছে পশ্চিমের দেশগুলো।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন