ভারতে প্রকাশ্যে খুন সাংবাদিক

  21-10-2017 05:15PM

পিএনএস ডেস্ক : ফের সংবাদিক খুন৷ এবার ঘটনা উত্তর প্রদেশে৷ প্রকাশ্যে গুলি করে খুন করা হল সাংবাদিক রাজেশ মিশ্রকে৷ নিহত সাংবাদিক একজন আরএসস কর্মী৷ উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করতেন৷ শনিবার গাজিপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ মিশ্রের৷

সম্প্রতি কর্নাটকে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক গৌরি লঙ্কেশকে৷ এরপরেই ত্রিপুরায় উপজাতি বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে খুন হন শান্তনু ভৌমিক৷ দুটি ঘটনাই দেশজুড়ে আলোড়ন ফেলেছে৷


শনিবার সকালে গাজিপুরে একটি দোকানের সামনে সংঘ কর্মী ও সাংবাদিক রাজেশ মিশ্রকে গুলি করে কয়েকজন বাইক আরোহী৷ একইসঙ্গে গুলি করা হয় রাজেশের ভাইকে৷ তার অবস্থা গুরতর৷ সাংবাদিক খুনের জেরে ছড়িয়েছে বিক্ষোভ৷ যেখানে তাকে খুন করা হয়, সেখানে পৌঁছে যান আরএসএস কর্মীরা৷ উগ্র হিন্দুত্ববাদী এই সংগঠনের কর্মী ছিলেন রাজেশ৷ রাজ্যের এডিজি (আইন শৃঙ্খলা) আনন্দ কুমার জানান, খুনিদের চিহ্নিত করা গিয়েছে৷ দ্রুত তাদের গ্রেফতার করা হবে৷

অভিযোগ, সপা ক্ষমতা থেকে সরার পর বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে ক্রমাগত বেড়েছে অপরাধের মাত্রা৷ মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পরই প্রকাশ্যে খুন করা হয়েছিল বিএসপি নেতাকে৷ তারপর আরও কয়েকটি খুনের ঘটনায় আলোড়িত হয়েছে উত্তর প্রদেশ৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন