উ. কোরিয়ার সঙ্গে বোঝাপড়া হবেই

  24-10-2017 10:17AM


পিএনএস ডেস্ক: আগাম নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আর এ জয়ের পর উত্তর কোরিয়াকে একহাত নিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন এ নেতা।

আবে বলেন, আমি নির্বাচনের আগে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছি, উত্তর কোরিয়ার সঙ্গে বোঝাপড়া হবেই। এটাই আমার গুরুত্বপূর্ণ কাজ। দেশটির ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেব। পাশাপাশি দেশ এখন যেসব সমস্যায় রয়েছে তা সমাধান করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে জাপানের উপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এতেই মূলত শঙ্কার সৃষ্টি। এ বিষয়টি নিয়ে শঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিমকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেবেন।
গেল রবিবার দেশটিতে ভোট হয়েছে।

মূলত ২০১৮ সালে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আবে সংসদ ভেঙে আগাম নির্বাচন করলেন। এতে ৪৬৫টি আসনের মধ্যে ৩১২টি আসনে জয় পেয়েছে তার দল।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন