ক্যালেডোনিয়া দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

  20-11-2017 12:40PM

পিএনএস ডেস্ক:ফ্রান্স অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ০। এর আগে রোববার এখানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সোমবার এ ভূমিকম্প আঘাত হানে বলে দ্য ইউএস জিএস জানিয়েছে।

ভারতের এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইউএস জিএস জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (জিএমটি ২২৪৫) দ্বীপটি থেকে ৮২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

দ্য পাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামির সতর্কতা জারি করে জানিয়েছে, ৩০০ কিলোমিটার জুড়ে সুনামের ঢেউ আঘাত হানতে পারে। এর মধ্যে ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়াও রয়েছে।

দ্বীপের অধিবাসীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় পার্ক করা গাড়ি দুলে দুলে ওঠে। সবাই ভয়ে তখন ঘরের বাইরে চলে আসেন।

সপ্তাহ জুড়েই এ এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছে। অক্টোবর মাসের শেষের দিকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন