লিউয়ের জন্য আজীবন মাছের মাথা!

  23-11-2017 12:45PM


পিএনএস ডেস্ক: অফিসের সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনা নাগরিক লিউ শিংটিং। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

কিন্তু পথের মাঝে হঠাৎ দেখলেন অন্য আরেকটি গাড়ি পাশের একটি লেকের মধ্যে পড়ে গেল।

দেরি করলেন না লিউ। সাথে সাথে তিনিও নেমে পড়লেন পানিতে। একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন। নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এ খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন।

স্থানীয় পত্রিকা 'হাংঝু ডেইলি'কে লিউ বলেন, "তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি। " তিনি বলেন, "জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টি ছিল খুবই জরুরি।"

লিউয়ের ড্যাশক্যামের ভিডিও থেকে দেখা যায়, একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় পথ হারিয়ে রাস্তার পাশের কিয়ানডাও লেকে পড়ে যায় একটি প্রাইভেট কার। লিউ গাড়ির আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন।

ঘটনার পর কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ লিউ'র জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এসব খবর জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন