ফ্লোরিডার স্কুলে হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে

  16-02-2018 11:42AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুলে গুলি চালিয়ে ১৭জনকে হত্যাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে ও দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইকে সতর্ক করা হয়েছিল। গত বছর ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে নিকোলাস বলেছিল, একদিন আমি পেশাদার স্কুল শুটার হবো। এই ঘটনার পর এফবিআই এবং স্কুলের শিক্ষকদের নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন এক ব্যক্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষও ক্রুজ সম্পর্কে সতর্ক ছিল। তাকে ব্যাগ নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হতো না।

ইউটিউবে ভিডিওটি দেখার পর বেন বেনাইট নামের এক ব্যক্তি এফবিআইকে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি এফবিআই প্রতিনিধির সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন। বেনাইট জানান, পার্কল্যান্ডে হামলার পর এফবিআই তার সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে।

এ বিষয়ে এফবিআই কোনও মন্তব্য করেনি।

স্কুলের গণিতের শিক্ষক জিম জার্ড জানান, স্কুল কর্তৃপক্ষ ক্রুজের আচরণ নিয়ে সব শিক্ষককে ইমেইল পাঠিয়েছিল। গত বছর ক্রুজ শিক্ষার্থীদের হুমকি দেওয়ার পর ব্যাগ নিয়ে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলা হয়েছিল।

বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। পার্কল্যান্ড ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় শহর মিয়ামি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। সেই ফিরে এসে হামলা চালিয়েছে।

স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, স্কুলে প্রবেশের আগেই ক্রুজ তিনজনকে গুলি করে হত্যা করে। এরপর স্কুলে প্রবেশের পরই সে ফায়ার অ্যালার্ম বাজায়। এতে অনেকেই শ্রেণিকক্ষ থেকে বের হলে নির্বিচারে গুলি চালায় সে। তাতে ঘটনাস্থলেই আরো ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো দুজনের।

হামলায় একটি ‘এআর-১৫’ রাইফেল ব্যবহার করে ক্রুজ। তার কাছে কয়েকটি ম্যাগজিন ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন