সুইজারল্যান্ডে তুষার ধসে ২ পর্বতারোহী নিখোঁজ

  19-02-2018 11:03AM


পিএনএস ডেস্ক: সুইজারল্যান্ডে ভ্যালাইসে তুষার ধসে ২ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন । যদিও এর আগে রোববার স্থানীয় পুলিশের মুখপাত্র ১০ জন নিখোঁজের কথা জানিয়েছিলেন। পরে বিবিসির সংশোধিত তথ্য অনুযায়ী ২ জন পর্বতারোহী নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

দেশটির কোল দ্য ফেনেস্ট্রাল এলাকায় ২ হাজার ৫০০ মিটার উঁচুতে এ তুষার ধসের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

এর আগে গত বছর ডিসেম্বরে সুইস আল্পস পর্বতে তুষার ধসে সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন পর্বতারোহী মারা যান। হোফাথোর্ন পর্বতশৃঙ্গের কাছে ভালাইস অঞ্চলে সর্বশেষ এই ঘটনায় পাঁচ জনের একটি দল আক্রান্ত হয়েছিল। ২ হাজার ৮৪৪ মিটার উঁচুতে ওই দুর্ঘটনা ঘটেছিল। ৩৯ বছর বয়সী এ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরে জরুরি সংস্থার লোকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন