তেহরানে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ নিহত

  20-02-2018 10:36AM


পিএনএস ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইরানের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ মোনতাজার আল-মাহদি এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, কিছু উশৃঙ্খল ও প্রতারিত যুবক অত্যন্ত জঘন্য কায়দায় রাস্তায় টহলরত একদল পুলিশের উপর একটি যাত্রীবাহী বাস চালিয়ে দিলে ওই তিন পুলিশ সদস্য নিহত হন। নিহত তিন পুলিশ সদস্যেরই বয়স ২০ বছর বা তার চেয়ে কম বলে তিনি জানান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তেহরানের বিখ্যাত পাসদারান স্ট্রিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার হোতাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশের মুখপাত্র আরো বলেন, পাসদারান স্ট্রিটের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ মোনতাজার আল-মাহদি আরো জানিয়েছেন, দুর্বৃত্তরা প্রচণ্ড বেগে বাস চালিয়ে দেয়ার কারণে রাস্তার দু্ই পাশে পার্ক করে রাখা অনেক গাড়ির ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের এই মুখপাত্র।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন