ফিলিপাইনের টাইফুন এবার চীনের পথে

  16-09-2018 02:12PM

পিএনএস ডেস্ক :ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করার পর প্রচণ্ড শক্তিশালী টাইফুন ম্যানখুট এখন হংকং ও চীনের দিকে অগ্রসর হচ্ছে। টাইফুনের আঘাতে ফিলিপাইনে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

ফিলিপাইনে টাইফুনের আঘাতে প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হয়েছে। এছাড়া ঘরবাড়ি ভেঙে গেছে বেশ কিছু স্থানে।

এ বছরে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় এটা। এদিকে ফিলিপাইনে তাণ্ডব শেষে ঘূর্ণিঝড়টি এখন হংকং এবং চীনের দিকে ধেয়ে যাচ্ছে। আজ রবিবার সকালে হংকংয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, টাইফুন ম্যানখুটের আঘাতে ২৮ জন নিহত হয়েছে। রাস্তাঘাট এবং টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গ্রাম্য এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফিলিপাইনের উর্বর অঞ্চল হিসেবে পরিচিত কাগায়ান প্রদেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষির প্রাণকেন্দ্র এই প্রদেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলীয় বাগগাওয়ে টাইফুনটি আঘাত হানে। স্থানীয়ভাবে ওমপং নামে পরিচিত ঘূর্ণিঝড়টি পরবর্তী ২০ ঘণ্টা তাণ্ডব চালায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন