ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জনের মৃত্যু

  10-11-2018 11:02AM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া পৃথক দু’টি দাবানলে ৯ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার (০৭ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকস নামের এলাকায় দাবানলের সূত্রপাত হয়। সে সময়ই সরিয়ে নেওয়া হয় অন্তত ৭৫ হাজার ঘরবাড়ির লোকজনকে। এরপর সব মিলিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত দেড় লাখ মানুষকে। তবে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দাবানল নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ারকর্মীদের। খবর সিএনএন'র।

বুট্টি কাউন্টি শেরিফ কোরি হোনিয়া এক সংবাদ সম্মেলনে ৯ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। এদিকে লস এঞ্জেলেসের পশ্চিমের একটি প্রধান মহাসড়কে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন মালিবুসহ উপকূলীয় এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে।

দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে আরো লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে; বিশেষ করে থাউজেন্ড ওকসের কালাবাসাস এবং মালিবু উপকূলের লোকজনকে। ওইসব এলাকায় হলিউডের অনেক তারকা বসবাস করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন