মার্কিন প্রতিনিধি পরিষদে সৌদির ইয়েমেন যুদ্ধে সহায়তা বন্ধের প্রস্তাব পাস

  14-02-2019 09:58AM


পিএনএস ডেস্ক: প্রতিবেশী দেশ ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধের একটি প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে।

প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র রিয়াদের নিন্দা করা হয়েছে।

প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্টকে ৩০ দিনের মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে বলা হয়েছে।

প্রস্তাবটির পক্ষে ২৪৮ ভোট ও বিপক্ষে ১৭৭টি ভোট পড়েছে।

এক বছরের এই ইয়েমেন যুদ্ধে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে।

রিপাবলিক দলের ১৮ সদস্য ও ডেমোক্রেটিক দলের সকল সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। সূত্র : এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন