২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসির মেয়র’র

  26-03-2019 05:00PM

পিএনএস ডেস্ক : আজ বাঙালির মুক্তির দিন, ৪৮ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বহুলকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিল বাঙালি জাতি। এবার বাঙালির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জনকে ভিন্নভাবে স্বীকৃতি দিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। চলতি বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ঘোষণাপত্রের মাধ্যমে মেয়র এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণাপত্রে মেয়র বাউজার বলেন, ‘আজ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ দিন বাংলাদেশের জনগণ স্মরণ করছে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা- যার মাধ্যমে তাদের দেশ স্বাধীনতা অর্জন করে।’

‘ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে’ উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, শহরটির ‘পাসপোর্ট ডিসি’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এম্বেসি ট্যুর’, ‘দ্য এম্বেসি চিফ চ্যালেঞ্জ’, ‘দ্য এম্বেসি অ্যাডপশন প্রোগ্রাম’-সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ দূতাবাসে।

‘এই বিশেষ দিনে আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিচ্ছি।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন