সৌদি আরবে হ্যালোইন উৎসব পালন!

  08-11-2019 05:09PM

পিএনএস ডেস্ক:অক্টোবারের শেষ দিন পশ্চিমা বিশ্বে পালিত হলো হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ বছর হ্যালোইন উৎসব পালন হয়েছে সৌদি আরবেও। এ নিয়ে সৌদি নাগরিকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সৌদি নাগরিকরা বলছে, হ্যালোইন উৎসব ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া এটি সৌদি সংস্কৃতির সঙ্গেও সাংঘর্ষিক।

হ্যলোইন উৎসবে ট্রিক-আর-ট্রিট, ভূতের টুর, বনফায়ার, আজব পোষাকের পার্টি, আধিভৌতিক স্থান ভ্রমণ, ভয়ের চলচ্চিত্র দেখা ইত্যাদি পর্বে এ উৎসব পালন করেছে ইউরোপ-আমেরিকার দেশগুলো।

পাশ্চাত্য এই সংস্কৃতির ছোঁয়া ইতিমধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও লেগেছে।

আর এবার ভূত-প্রেত সেজে নৃত্য করার এই উৎসবের ছোঁয়া লেগেছে সৌদি আরবেও। রাজধানী রিয়াদে হয়ে গেল জমকালো হ্যালোইন। এ উৎসবকে ঘিরে বিশালাকার ভাস্কার্যও তৈরি করে প্রদর্শন করা হয় রিয়াদের রাস্তায়।

আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির জনগণের বৃহৎ একটি অংশ। হ্যালোইন উৎসব উৎসব উদযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ ও তীব্র নিন্দা উগড়ে দিয়েছেন তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন