আফ্রিকায় ছড়িয়েছে করোনাভাইরাস, নিশ্চিত করল মিশর

  15-02-2020 10:10AM


পিএনএস ডেস্ক: আফ্রিকায় প্রথম করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে মিশর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় নতুন করোনাভাইরাসের রোগী পাওয়ার বিষয়টি জানায়।

প্রথম রোগী পাওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে মিশর এবং ওই রোগীকে আইসোলেশন বিভাগে রাখা হয়েছে।

তবে আক্রান্ত ব্যক্তি মিশরীয় নাগরিক নন বলে বিবৃতিতে জানানো হয়েছে। সে ব্যক্তি কোনো দেশের তা জানানো হয়নি।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহিদ বলেছেন, মন্ত্রণালয় প্রতিরক্ষমূলক পদক্ষেপ নিয়েছে এবং সেই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে... তার অবস্থা স্থির আছে। সূত্র: সৌদি গেজেট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন