লকডাউন না মানায় গুলি করে হত্যা!

  05-04-2020 01:53PM

পিএনএস ডেস্ক: কেউ লকডাউন অমান্য করে রাস্তায় বের হলেই গুলি করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ফিলিপাইনসের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তবে তার নির্দেশ বাস্তবায়িত হলো সুদূর নাইজেরিয়ায়।

সংবাদ সংস্থা আল জাজিরার তথ্যানুযায়ী, শনিবার দেশটির এক ব্যক্তি লকডাউন অমান্য করায় গুলি করে মেরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রুখতে নাইজেরিয়া সরকার অন্যান্য দেশের মতো এক মাসের লকডাউন ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মেনে ঘরে থাকতে হবে। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে মাস্ক না পরে রাস্তায় বের হয় জোসেফ পেসুক নামে ৬৩ বছরের ওই ব্যক্তি। তাকে আটকালে তিনি ক্ষিপ্ত হয়ে গালি দিতেই গুলি করে সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

প্রেসিডেন্টের নির্দেশের পর লকডাউন অমান্য করায় নাইজেরিয়ায় এটাই প্রথম কোনো নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বলে জানা গেছে।

দেশটির সেনাবাহিনী দাবি করেছে, আইন অমান্যকারী ওই ব্যক্তি মদ্যপ ছিল এবং সেনাবাহিনী তাকে আটকালে ধারালো ব্লেড জাতীয় একটা কিছু দিয়ে তাদের দিকে তেড়ে আসে। তখন সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়।

এ ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করোনাভাইরাস পর্যবেক্ষণ করা সাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, করোনায় নাইজেরিয়ার এখন পর্যন্ত ৪ জন মারা গেছে। আর সংক্রামিত ২০০ জনের বেশি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন