পাকিস্তান-ইরানসহ ১৩ মুসলিম দেশের ভিসা বন্ধ রেখেছে আমিরাত

  03-12-2020 12:12AM

পিএনএস ডেস্ক : পাকিস্তান, ইরান, তুরস্কসহ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিজনেস পার্ক-এর জারি করা এক নির্দেশনা থেকে এ তথ্য পাওয়া যায়। বাণিজ্যিক অঞ্চলে সক্রিয় সকল কোম্পানির কাছে এমন নির্দেশমূলক নথি পাঠানো হয়। গত ১৮ নভেম্বর থেকেই নির্দেশনাটি কার্যকর করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই ১৩ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কোনো বিবরণ দেওয়া হয়নি।

বাণিজ্যিক অঞ্চলে দেওয়া নির্দেশনায় বলা হয়, 'পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেনসহ এখানে উল্লেখিত দেশগুলোর নাগরিকদের নতুন চাকরির আবেদন গ্রহণ করা যাবে না এবং তাদের ভিসা আবেদনও স্থগিত করা হলো।'

আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান ও তিউনিশিয়ার নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

উল্লেখিত দেশসমূহের কোনো নাগরিক বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন কি না, সেটা স্পষ্ট নয়। এ বিষয়ে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন