করোনায় সাবেক ফরাসি প্রেসিডেন্টের মৃত্যু

  03-12-2020 01:18PM


পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ভ্যালারি গিসকার্ড ডিএসটেইং (৯৪) মারা গেছেন। খবর গার্ডিয়ান'র।

ভাইরাসসংশ্লিষ্ট জটিলতায় আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই তার মৃত্যু হয়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়ার পর গত সেপ্টেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মধ্য নভেম্বরেও ফের তিনি হাসপাতালে যান।

১৯৭০-এর দশকে ইউরোপীয় একীভূতকরণের মূল স্থাপতি ছিলেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের নেতৃত্ব দেন গিসকার্ড।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ফরাসি সমাজে আধুনিকতার দিকনির্দেশনা দেন তিনি। তার আমলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ ও গর্ভপাতের সুযোগ দেয়া হয়েছে।

বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাত বছরের শাসনামলে এক রূপান্তরিত ফ্রান্স উপহার দিয়েছেন তিনি। তার নির্দেশনা আজও আমাদের পথ চলার পাথেয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন