ভারতে প্রথম দিন টিকা পেলেন ১ লাখ ৯১ হাজার মানুষ

  17-01-2021 02:09PM

পিএনএস ডেস্ক: ভারতে প্রথম দিন ১ লাখ ৯১ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেওয়া হয়। এরপরেই পুলিশ, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

দ্বিতীয় ধাপে টিকা দেয়া হবে ৫০ বছরের বেশি বয়স্কদের। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো না কোনো অসুস্থতা রয়েছে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। টিকাদানের জন্য ব্যাপক প্রশিক্ষণও দেয়া হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে একসঙ্গে ৩ হাজার ছয়টি কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় এক ভিডিও কনফারেন্সে মোদি বলেন, ইতিহাসে এতো বড় টিকাদান কর্মসূচি এই প্রথম। তবে টিকাদান শুরু হলেও মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ছাড় দিলে চলবে না।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন