এটা জীবনের সেরা সম্মান ছিল: মেলানিয়া

  19-01-2021 12:19PM

পিএনএস ডেস্ক:মার্কিন ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প এক বিদায়ী বিবৃতিতে গত চার বছর হোয়াউট হাউসে অবস্থান করার স্মৃতিচারণ করেছেন। ২০১৭ সালে হোয়াইট হাউসে প্রবেশের পর তাকে সহায়তা করার জন্য সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা সদস্য এবং সহযোগীদের ধন্যবাদ জানিয়ে সোমবার প্রায় ৭ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি। ফক্সনিউজ।
এ সময় তিনি তার বিভিন্ন কাজের কথা উল্লেখ্য করেন। বিশেষ করে আমেরিকান শিশুদের সাইবার নিরাপত্তা ও হেনস্থার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি ‘বি বেস্ট’ প্রচারণার কথা উল্লেখ করেন।

ভিডিওতে সাবেক এ মডেল বলেন, আমেরিকার ফাস্ট লেডি হিসেবে দেশের সেবা করাটা আমার জীবনের জন্য সেরা সম্মান। আমি দেশব্যাপি অসাধারণ আমেরিকানদের মাধ্যমে উৎসাহিত হয়েছি, যাদের ভালোবাসা, সাহস আর ভাল কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।’

এ সময় করোনা মোকাবেলায় অবদানের জন্য তিনি স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। তাছাড়া ক্যাপিটলে হামলার বিষয়েও তিনি কথা বলেন। মেলানিয়ো বলেন, ‘সবকিছুতে উৎসাহের সাথে সাথে কাজ করো, কিন্তু মনে রেখ কখনো সহিসংতা কোন উত্তর হতে পারে না এবং এটা কখনো গ্রহণযোগ্য নয়।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন