ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪১ জনের মৃত্যু

  25-02-2021 02:33PM


পিএনএস ডেস্ক: মধ্য ভূমধ্যসাগরে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত শনিবার নৌকাডুবির এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রাণ হারান এসব অভিবাসী।

গতকাল বুধবার ৯২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের প্রত্যাশায় তারা অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন। চলতি বছরে ভূমধ্যসাগরে এ নিয়ে ১১৮ জনের মৃত্যু হলো। আর ২০১৪ সাল থেকে মোট ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ভূমধ্যসাগরে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন