ভারতে ১৮ ঘণ্টায় ২৫ কি.মি. রাস্তা তৈরির বিশ্বরেকর্ড

  01-03-2021 03:32PM

পিএনএস ডেস্ক: ২৫ কিমি রাস্তা তৈরি করেছে মাত্র ১৮ ঘণ্টায়। সোলাপুর থেকে বিজাপুর সেকশনের এ রাস্তা ভারতের হায়দারাবাদে। এরপরই ‘লিমাক বুক অব রেকর্ডস’ এ নাম লেখাল সংস্থাটি। এর মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া।

দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি এক টুইটে জানান, হায়দারাবাদে ২৫ কি.মি. দীর্ঘ রাস্তা ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার কর্মীরা। চার লেনের এই হাইওয়ের একদিকে ১২ দশমিক ৭৭ কি.মি. রাস্তা প্রথমে নির্মাণ করা হয়। এরপর ওই রুটে সিঙ্গল লেন ডাবল করা হয়েছে। মোট ৫০০ জন কর্মচারী দিনরাত এক করে কাজ করেছেন।

আগে হাইওয়ে নির্মাণের পর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে লিনিয়ার পদ্ধতি মেনে চলতেন কর্মীরা। ২০১৮ সালের পর থেকে লেন-কিলোমিটারের হিসেবে রাস্তার মাপ নেওয়া হয়। ফলে এখন হাইওয়ের ওভারঅল লেন্থ নেওয়ার পরিবর্তে প্রতি লেনের দৈর্ঘ্য মাপা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন